বিপ্রেশ দত্ত ছিলেন বিজ্ঞানের আলোকবর্তিকা
সুনামগঞ্জ : সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক সদ্যপ্রয়াত বিপ্রেশ চন্দ্র দত্ত স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে এ স্মরণসভা আয়োজন করে বিপ্রেশ চন্দ্র দত্ত স্মৃতি পরিষদ।
প্রবীন সাংবাদিক, লেখক ও বিপ্রেশ চন্দ্র দত্ত স্মৃতি পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভার মঞ্চে আসন গ্রহণ করেন, বিপ্রেশ দত্তের ছাত্র ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, সুনামগঞ্জ সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে, এবং উপাধ্যক্ষ প্রফেসর সৈয়দ মহিবুল ইসলাম। তাঁরা বিপ্রেশ দত্তের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন।
তাঁরা বলেন, বিপ্রেশ দত্ত ছিলেন সুনামগঞ্জে বিজ্ঞানের আলোকবর্তিকা। তিনি আগাগোড়া একজন বিজ্ঞানমনস্ক মানুষ ছিলেন। তার সময়ে সিলেটসহ সারা দেশ থেকে বিজ্ঞানের শিক্ষার্থীরা সুনামগঞ্জ সরকারি কলেজে এসে ভর্তি হতেন।
বিপ্রেশ চন্দ্র দত্তের ছাত্র সুখেন্দু সেন, অ্যাডভোকেট এনাম আহমদ ও অ্যাডভোকেট কল্লোল তালুকদারের যৌথ পরিচালনায় স্মৃতিচারণ করে আরো বক্তব্য রাখেন, প্রয়াত বিপ্রেশ চন্দ্র দত্তের দ্বিতীয় ছেলে প্রবাসী বিপ্রজ্যোতি দত্ত বাপ্পা, অবসরপ্রাপ্ত শিক্ষক র্ধুজুটি কুমার বসু, সাবেক শিক্ষা কর্মকর্তা মকবুল হোসেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট হুমায়ুন মঞ্জুর চৌধুরী, অ্যাডভোকেট স্বপন কুমার দেব, অ্যাডভোকেট মলয় বিকাশ চৌধুরী, প্রফেসর জয়কৃষ্ণ দাস, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বজলুল মজিদ চৌধুরী খসরু, মুক্তিয়োদ্ধা মতিউর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইছ রোকেশ, জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান, সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যাপক কল্পনা তালুকদার, অ্যাডভোকেট সালেহ আহমদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী, সুনামগঞ্জ সরকারি কলেজের সহকারি অধ্যাপক আব্দুর রকিব তারেক প্রমুখ।
বক্তারা আরো বলেন, বিপ্রেশ চন্দ্র দত্ত বিত্তের মোহে না পড়ে অজপাড়াগাঁ জেলা সুনামগঞ্জ সরকারি কলেজেই তার জীবন শেষ করেছেন। বিজ্ঞানের একজন শিক্ষক
হিসেবে তিনি দেশখ্যাত কলেজ গুলোতে গিয়ে শিক্ষকতা করে তিনি সম্পদ ও খ্যাতি
বাড়াতে পারতেন। কিন্তু শিক্ষার মহান ব্রত নিয়ে তিনি এই অবহেলিত জনপদেই
তিনি তার মেধা ও যোগ্যতাকে ব্যয় করেছেন।
স্মরণসভায় শোক প্রস্তাব পাঠ করেন অ্যাডভোকেট রুহুল তুহিন। সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হওয়া এ স্মরণসভা চলে রাত ৯টা পর্যন্ত।
স্মরণসভা শেষে বিপ্রেশ চন্দ্র দত্তের স্মৃতি রক্ষায় উদ্যোগ নেওয়ার আহবান জানান সকলে।