জামালগঞ্জে ভ্রাম্যমান আদালতের অভিযানে কারেন্ট জাল ধ্বংস
সুনামগঞ্জ: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার সাচনা বাজারে অভিযান চালিয়ে ৬শ কেজি (১৫ মণ) অবৈধ কারেন্ট জাল উদ্ধরের পর ধ্বংস করেছে ভ্রাম্যমান আদালত।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত সাড়ে ৭ টায় ভ্রাম্যমান আদালতের এ অভিযান চলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৫টার দিকে জামালগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শফি কামাল উপজেলা সাচনা বাজারে অভিযান চালিয়ে ব্যবসায়ী জয়নুল মোল্লা গোদাম থেকে ১০ বস্তা (৬শ কেজি) অর্থাৎ ১৫ মণ অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেন। অভিযানের সময় অবৈধ কারেন্ট জাল মজুতদারা পালিয়ে যায়।
অবৈধ কারেন্ট জাল উদ্ধারের পর রাত সাড়ে ৭টায় জামালগঞ্জ এনে জনসমক্ষে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম শফি কামাল বিষয়টি নিশ্চিত করে সুনামগঞ্জ মিররকে জানান, উদ্ধারকৃত ৬শ কেজি অবৈধ কারেন্ট জালের আনুমানিক মূল্য চার লক্ষ টাকা।