বোমা ফাটিয়ে ইসলাম কায়েম করা যায় না : মান্নান
সুনামগঞ্জ : অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, আন্দোলনের নামে বোমা ফাটিয়ে, মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় না। সরকারের উন্নয়ন কাজ দেখে এ দেশের কিছু মানুষ হরতাল ও বোমাবাজি করে সেই উন্নয়নের বাঁধা সৃষ্টি করতে চায়। আর যারা মানুষ হত্যা করে তারা কখনই দেশের শান্তি চায়না। দেশের মানুষ তাদের ভায়তাবাজি ধরে ফেলেছে।
শুক্রবার (২১ নভেম্বর) বিকলে ৫ টায় দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার রামেশ্বরপুর বাজারে শিমুলবাক ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে তাঁকে দেওয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিমুলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হায়দারের সভাপতিত্বে এমএ মান্নান বলেন, আওয়ামী লীগ সরকার গ্রাম বান্ধব সরকার, এ সরকারকে যত বার দেশের মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে তত বারই গ্রামীণ জনগোষ্ঠির উন্নয়নের নিরলস ভাবে কাজ করেছে। তিনি বলেন, এই ধারাবাহীকতায় গত ৫ই জানুয়ারীর নির্বাচনে বাংলাদেশ মানুষ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য দায়ীত্ব দিয়েছে। আমরা ব্যাপক ভাবে গ্রামীণ অবকাটামো উন্নয়নে কাজ করছি।
প্রতিমন্ত্রী আরো বলেন, বিএনপি নেত্রী বেগম খাদেলা জিয়া কে নির্বাচনে আসার আহ্বান জানানো হয়েছিলে। তিনি বা তার দল নির্বাচনে আসেনি। উদাহরণ দিয়ে প্রতিমন্ত্রী বলেন, কাউকে দুপুরের খাবারের জন্য দাওয়াত দিলে তিনি তো দুপুরেই দাওয়াত খাওয়ার জন্য আসতে হবে। কিন্তু তিনি যদি রাতে এসে বলেন, দাওয়াত খেতে এসেছে, তিনি কি আর খাবার পাবেন? তিনি বলেন, বিএনপি এখন তাই বলছে।
উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক আশিকুর রহমান আশিকের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, সাধারণ স¤পাদক আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মাওলানা, আব্দুল কাইয়ূম, শিমুলবাক ইউপি চেয়ারম্যান হাজী আব্দুল্লাহ মিয়া, শিমুলবাক ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক মোশাহিদ আলী সহ প্রমূখ।
এর আগে প্রতিমন্ত্রী সকাল ১০টা থেকে দিনভর ৫কোটি ৩০লাখ টাকা ব্যায়ে সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর উপজেলার ১৩টি গ্রামীণ সড়কের ও ব্রিজ কালভার্টের উদ্বোধন করেন।
এগুলো হচ্ছে, ৩৮ লক্ষ টাকা ব্যয়ে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী-ঘোড়াডুম্বুর সড়কের পাকা কাজের উদ্বোধন, পূর্ব পাগলা ইউনিয়নের পঞ্চগ্রাম মাদ্রাসার রাস্তায় খাড়ারাই গ্রামের সড়ক ১৪ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আর সি সি বক্স কালভার্টের উদ্বোধন, উপজেলার দরগাপাশা ইউনিয়নের সিচনী নতুন পাড়া জামে মসজিদের ভিত্তি প্রস্থর স্থাপন, দরগাপাশা ইউনিয়নের ৩৭ লক্ষ টাকা ব্যয়ে সিচনী দক্ষিণ সড়ক পাকা করণ কাজের উদ্বাধন, দরগাপাশা ইউনিয়নের মিরাপাড়া, শেখপাড়া, পশ্চিম দরগাপাশা সড়কের ২৮ লক্ষ টাকা ব্যয়ে পাকা বরণ কাজের উদ্বোধন, দরগাপাশা ইউনিয়নের ছয়হাড়া-বাংলাবাজার সড়ক ৬৮ লক্ষ টাকা ব্যয়ে পাকা করণ কাজের উদ্বোধন, জগন্নাথপুর উপজেলার ভমবমী-বাংলাবাজার সড়ক ১ কোটি ৪০ লক্ষ টাকা ব্যয়ে আড়াই কি.মি. পাকা করণ কাজের উদ্বোধন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামে ৪৪ লক্ষ টাকা ব্যয়ে পাকা কাজ ও মাটি বরাট কাজের উদ্বোধন, উপজেলার শিমুলবাক ইউনিয়নের শিমুলবাক ইউপি অফিস হইতে মুক্তাখাই, জয়নগর, ভায়া, চানপুর সড়ক ৫৬ লক্ষ টাকা ব্যয়ে পাকা করণের উদ্বোধন,শিমুলবাক ইউনিয়নের কান্দাগাও, নোয়াখালী, ভায়া, রামেশ্বরপুর রাস্তার উপর এলজিইডি হিলীপ প্রকল্পের আওতায় ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত আরসিসি বক্স কালভার্টের উদ্বোধন করেন।
শিমুলবাক ইউনিয়নের কান্দাগাও, নোয়াখালী, ভীমখালী রাস্তায় এলজিইডি’র এসডিআরআইআইপি প্রকল্পের আওতায় ৬৪ লক্ষ টাকা ব্যয়ে সড়ক পাকা করণের ভিত্তিপ্রস্থর স্থাপন, সন্ধ্যা ৬টায় জয়কলস ইউনিয়নের উজানীগাও গ্রামে আরসিসি বক্স কালভার্ট নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি হাজী তহুর আলী, দরগাপাশা ইউপি চেয়ারম্যান ছুফি মিয়া, পূর্ব পাগলা ইউপি চেয়ারম্যান রফিক খান, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুদ মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান, সুনামগঞ্জ জেলা প্রকৌশলী মো. ইকবাল হাসান, উপজেলা প্রকৌশলী আলা উদ্দিন খান প্রমূখ।