প্রবীণ দিবসে র্যালী ও নানা আয়োজন
সুনামগঞ্জ: ‘থাকব না কেউ পেছনে, গড়বো সমাজ একসনে’ স্লোগানে ব্যতিক্রমী নানা আয়োজনের মধ্য দিয়ে সুনামগঞ্জে পালিত হচ্ছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
শনিবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে এ দিবসটি পালন করা হচ্ছে।
সকাল ১০টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালীতে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম নেতৃত্ব দেন।
র্যালী শেষে সকাল সাড়ে ১০টায় শহীদ আবুল হোসেন মিলনায়তন প্রাঙ্গনে শুরু হয় প্রবীণদের জন্য বিভিন্ন খেলাধুলা। এসময় মিউজিক্যাল পিলো, বেলুন ফাটানো এবং হাড়ি ভাঙ্গা। প্রবীনদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।
পরে বেলা সাড়ে ১১টায় বিজয়ীদের হাতে পুরষ্কার তোলে দেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
তিনি বলেন, ‘সমাজের উন্নয়নে প্রবীণদের অবদান গুরুত্বপূর্ণ। বিশ্বব্যাপী তাঁদের এ অবদানের স্বীকৃতি রয়েছে। প্রবীণেরা সমাজের সম্পদ।’
এরপর বিকাল ৪টায় জুবিলি স্কুলের মাঠে প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ, সন্ধ্যা সাড়ে ৬টায় আবুল হোসেন মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, এবং রাত ৮টায় নৈশভোজ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।