প্রবীণ দিবসে প্রবীণরা খেললেন ফুটবল
সুনামগঞ্জ: আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৪ উদযাপন উপলক্ষে প্রবীণরা খেললেন ফুটবল!
শনিবার (২২ নভেম্বর) সুনামগঞ্জ জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রবীণ হিতৈষী সংঘের উদ্যোগে এ দিবসটি পালন করা হচ্ছে। নানা আয়োজনের মধ্যে অন্যতম ছিল বিকেলের এই ফুটবল ম্যাচ।
বিকেল ৪টায় শহরের সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে প্রচুর দর্শক সমাগমের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ফুটবল ম্যাচটি।
পুরো আয়োজনে অংশ নেয়া প্রবীণদের দু’ভাগে ভাগ করে গঠন করা ‘সুরমা’ এবং ‘কুশিয়ারা’ নামে দু’টি দল খেলায় অংশ নেয়। অংশগ্রহণকারীদের অধিকাংশের বয়সই ষাটোর্ধ।
সুরমার নেতৃত্ব দেন, বিশিষ্ট শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার। কুশিয়ারা দলটির নেতৃত্ব দেন অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নাথানায়েল এডউইন ফেয়ারক্রস।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামও খেলায় অংশ নেন।
স্বল্পসময়ব্যাপী এ খেলা চলাকালে উপস্থিত দর্শকেরা মুহূর্মুহূ করতালিতে ফেটে পড়ে। একমাত্র গোল করেন, জেলা প্রশাসনের সহকারি কমিশনার শেখ জোবায়ের আহমদ।
খেলা শেষে দু’দলের খেলোয়াড়দের হাতে শুভেচ্ছা উপহার তোলে দেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শাফায়েৎ মাহবুব চৌধুরী এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) আহমেদ উল্লাহ।