‘প্রবীণরা সমাজের বোঝা নন, সম্পদ’

সুনামগঞ্জ : সুনামগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০১৪ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে সুনামগঞ্জ জেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।

প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ও প্রাক্তন সিভিল সার্জন ডা. সৈয়দ মোনাওয়ার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ আডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-মৌলভীবাজার আসনের সাংসদ আডভোকেট শামসুন্নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, আমার মায়ের মৃত্যুর পর আমার বাবা খুব নিঃসঙ্গ জীবনযাপন করেছেন। এ অনুষ্ঠানে এসে আমি উপলব্ধি করছি সে সময়টার কথা। আমি আমার বাবার কথা মাথায় রেখেই প্রবীণদের জন্য কাজ করব।

সাংসদ শাহানা রব্বানী বলেন, সরকার প্রবীণদের জন্য কাজ করছে। প্রবীণরা আমাদের সমাজের সম্পদ।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, আমাদের দেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদ এবং অর্থমন্ত্রী আব্দুল মুহিত প্রবীণ ব্যক্তি। আশি বছরের বেশি বয়সের মানুষ হয়েও তাঁরা এখনো সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন। সুতরাং ষাটের কোঠা পেরিয়েই যদি কেউ ভাবেন তিনি বুড়ো হয়ে গেছেন- তবে সেটা ভুল।

সভাপতির বক্তব্য ডা. সৈয়দ মোনাওয়ার আলী বলেন, আজকের এই আয়োজনে প্রবীণদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সবাইকে মুগ্ধ করেছে। প্রবীণরা সমাজের গুরুত্বপূর্ণ অংশ, প্রবীণদের অধিকার, দাবী-দাওয়া এবং সমাজে সিনিয়র সিটিজেন হিসেবে মর্যাদা আদায়ে সোচ্চার হতে হবে।

জেলা প্রশাসনের সহকারি কমিশনার শেখ জোবায়ের আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর দিলীপ কুমার মজুমদার। তিনি সবাইকে ধন্যবাদ জানান। আরো বক্তব্য রাখেন, খুরশীদ আহমদ, মো. আব্দুল ওয়াদুদ এবং মো. আব্দুর রশীদ।

আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কালচারাল অফিসার মঞ্জুরুল হক চৌধুরী।

সাংস্কৃতিক অনুষ্ঠানের পর র‍্যাফেল ড্র’র পুরষ্কার বিতরণ করেন জেলা প্রশাসক। এরপর নৈশভোজের আয়োজন করা হয়।

এর আগে, সকালে অনুষ্ঠিত হয় র‍্যালী এবং বিভিন্ন খেলাধুলা। এরপর বিকাল ৪টায় জুবিলি স্কুলের মাঠে প্রবীণদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

x