সুনামগঞ্জে প্রথমদিনের সমাপনী পরীক্ষা সম্পন্ন
সুনামগঞ্জ: সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা শুরু হয়েছে।
রবিবার সুনামগঞ্জে ১৫২টি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথমদিনের ইংরেজি পরীক্ষা সম্পন্ন হয়।
বেলা ১১টায় শুরু হয়ে পরীক্ষা চলে দুপুর দেড়টা পর্যন্ত।
জেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, এবারের প্রাথমিক সমাপনী পরীক্ষায় ২১হাজার ৫৭৬জন ছাত্র ও ২৭হাজার ৬১৬জন ছাত্রী অংশগ্রহণ করেছে। ইবতেদায়িতে ২হাজার ৪০৭জন ছাত্র ও ২০১৬জন ছাত্রী অংশ নিয়েছে। ইংরেজি মাধ্যমে অংশ নিয়েছে ৩জন ছাত্র ও ৬জন ছাত্রী।
মোট ছয়টি বিষয়ে পরীক্ষা হবে। প্রতি বিষয়ে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।