ভালবাসা নিরন্তর

কবিতা: ভালবাসা নিরন্তর | লিখেছেন শাহজালাল সুমন।

ভালবাসা শব্দটির সাথে বাল্যকালেই পরিচয় ঘটেছিল,
আমি তখন সিক্সে পড়ি, মেয়েটি তখন ফাইভে।

কখনো ভাবিনি ফাইভে পড়া মেয়েটিই আমাকে ভালবাসার পত্র দেবে,
শব্দটি শুনে থাকলেও কখনো তার অনুভূতি জাগেনি কোথাও,
তাই পত্রের ভাষা বুঝতে না পারলেও
মনের জানালায় কি যেন শিহরণ জাগতে শুরু করল।

এগারো পার হলেও হাফপ্যান্ট পড়ার
অভ্যাসটা তখনো যায়নি।

কোনো একদিন হাফপ্যান্টের পকেটে সেই
ভালবাসার পত্র নয়ন লুকোতে পারে নি,
চিঠিটি নিয়ে কার্তিকের ধানক্ষেতে
লুকিয়ে লুকিয়ে পড়তে শুরু করলাম।

এটাই ছিল আমার জীবনের প্রথম পাওয়া
কোনো কিশোরি বালিকার প্রেমপত্র,
পত্র পড়ে ভালবাসার মর্ম বুঝতে না পারলেও
এইটুকু বুঝতে বাকি ছিলনা যে, ভালবাসা একটি গোপন বস্তু।
সুতরাং ভালবাসার পত্রের কথা কাউকে বলা যাবে না।

বলিনি সত্য, তবে অন্তর গহীনে জ্বলতে শুরু করে
প্রেমের অগ্নিদাহ।

ভালবাসার মানে বুঝিনি বিধায় ফেরতপত্রটি দিতে অনেক
দেরী করে ফেলেছিলাম,
পত্রোত্তর দিতে গিয়ে ভালবাসার মানে খুঁজে পাই নি।

কৈশোরের সেই ভালবাসার মানে
আজও খুঁজে পেয়েছি বলে মনে হয়নি,
মেয়েটি আমাকে কেন ভালবেসেছিল
সেটাও আমি খুঁজতে চেষ্টা করি নি,
তবুও ভালবাসা শব্দটি কর্ণ গহ্বরে যখন প্রতিধ্বনিত হয়,
তখনও সেই বালিকার প্রেমার্ত নয়ন জানালা দিয়ে উঁকি দেয়।

আজ যখন ‘তোমাকে ভালবাসি’ শব্দটি উচ্চারণ করি
মনের অজান্তেই কৈশোর ভাবনাগুলো
বুকের গহীন মাঝারে ঢেও তোলে,
কিশোরি বালিকার সেই প্রতিচ্ছায়া
হৃদয়ালয়ে প্রবেশ করে।

ভালবাসা শব্দটির মানে না জানলেও
ভালবাসতে শিখে ফেলেছি, তাই তোমাকে খুব সহজেই
ভালবাসতে পেরেছি।

তাই তো বলি
ভালবাসা নিরন্তর।

x