নির্বাচনের পর দেশে গণতন্ত্র আরো সুদৃঢ় হয়েছে : মিসবাহ উদ্দিন সিরাজ

সুনামগঞ্জ : আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, ৫ই জানুয়ারির নির্বাচনের পর দেশে গণতন্ত্র আরো সুদৃঢ় হয়েছে। প্রতিষ্ঠিত হয়েছে দেশের মানুষের ভাত ও কাপড়ের অধিকার।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন পূর্ব জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্বম্ভরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামছুজ্জামান শাহ-এর সভাপতিত্বে মিসবাহ উদ্দিন সিরাজ বলেন, সরকার তৃনমূল থেকে শুরু করে সর্বস্তরে জনগনের কল্যাণে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, রাস্তাঘাট, যোগাযোগসহ সার্বিক উন্নয়নে যোগান্তকারী সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, এ অঞ্চলের মানুষের অনেক দিনের দাবি সুরমা নদীর ব্রীজ নির্মাণ তাই এ দাবির পেক্ষিতে আগামী জানুয়ারিতে জননেত্রী শেখ হাসিনা উত্তর সুরমা নদী ব্রীজটি উদ্ভোধন করবেন। এছাড়াও কৃষি শিক্ষা বান্ধব এ সরকার গ্রামের মানুষের সকল সমস্যার সমাধান করতে বদ্ধ পরিকর।

মিসবাহ উদ্দিন সিরাজ আরো দেশের উন্নয়ন অব্যাহত রাখতে আওয়ামী লীগের তৃণমুল নেতাকর্মীদের আরো সুশংহত হতে হবে। এ জন্য প্রয়োজন তৃণমূল পর্যায়ে বলিষ্ঠ নেতৃত্ব গড়ে তোলা। আগামী বাংলাদেশ প্রধামন্ত্রীর পুত্র সবিজ ওয়াজেদ জয়ের নেতৃত্বে এক আধুনিক বাংলাদেশ গড়ে তোলবো আমরা। মালয়েশিয়ার চেয়েও আরো উন্নত দেশ হবে বাংলাদেশ।

স্থানীয় প্রেসক্লাব প্রাঙ্গনে অনুষ্ঠিত জনসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেনজীর আহমদ মানিকের পরিচালনায় জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আপ্তাব উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ ও মৌলভী বাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামছুননাহার বেগম, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আলী আমজাদ, অ্যাডভোকেট রইছ উদ্দিন, জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হায়দার কবির লিটন, জেলা কৃষক লীগের সভাপতি সুবীর তালুকদার বাপ্ট, সাধারণ সম্পাদক করুণা সিন্ধু চৌধুরী বাবুল, জেলা আওয়ামী লীগ নেতা জুনেদ আহমদ প্রমুখ।

x