সুনামগঞ্জে বিএনপি’র পদবঞ্চিতদের বিক্ষোভ-সমাবেশ
সুনামগঞ্জ : সুনামগঞ্জে বিএনপির ১৬টি শাখার নবগঠিত আহ্বায়ক কমিটির পদবঞ্চিতরা ‘মেয়াদ উত্তীর্ণ’ জেলা আহ্বায়ক কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ ও সমাবেশ করেছে।
রোববার বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ‘জেলার তৃণমূল বিএনপি’র ব্যানারে এক বিক্ষেভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় বিক্ষোভকারিদের হাতে ঝাড়ু ছিল।
জেলা বিএনপির সাবেক সহসভাপতি মল্লিক মইন উদ্দিন সোহেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলী, জগন্নাথপুর বিএনপি নেতা অ্যাডভোকেট জিয়াউর রহিম শাহীন, মধ্যনগর বিএনপি নেতা আবুল বাশার, জামালগঞ্জ বিএনপি নেতা আব্দুর রব, সদর উপজেলা বিএনপি নেতা আব্দুল হাই, ছাতক বিএনপি নেতা আতাউর রহমান বাবুল, ধর্মপাশা বিএনপি নেতা ইশতিয়াক চৌধুরী স্বপন, মোহাম্মদ আলী, দোয়ারাবাজার বিএনপি নেতা আলী আহমদ, তাহিরপুর বিএনপি নেতা রুহুল আমীন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, জেলা বিএনিপর আহ্বায়ক নাছির উদ্দিন চৌধুরী ও প্রথম সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন নিদিষ্ট সময়ে কমিটি গঠন করতে ব্যর্থ হয়ে মনগড়া ভাবে বিএনপি’র বিভিন্ন পর্যায়ে কমিটি গঠন করেছেন।