জেলা আওয়ামীলীগের প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত
সুনামগঞ্জ : সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় হাছননগরস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মতিউর রহমান।
যুবলীগ নেতা কল্লোল তালুকদারের পরিচালনায় প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জ মৌলভীবাজার সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা।
প্রতিনিধি সম্মেলনে শতাধিক তৃণমূল আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী অংশ নেন।