সুনামগঞ্জে বিজয় দিবসের প্রস্তুতি সভা
সুনামগঞ্জ: মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহসিনা বেগম, বিশিষ্ট ব্যবসায়ী শামছুল ইসলাম, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, সহকারী কমিশনার সোহেল রানা, ডাচ-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক গোলাম আজাদ প্রমুখ।
সভায় যথাযোগ্য মর্যাদায় ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উদযাপনের লক্ষে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।