লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ-সমাবেশ
সুনামগঞ্জ: লতিফ সিদ্দিকীর ফাঁসির দাবিতে সুনামগঞ্জে পৃথক বিক্ষোভ মিছিল করেছে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ ও আলীয়া মাদ্রসার ঐক্য পরিষদ।
বুধবার (২৬ নভেম্বর) বিকেল সোয়া ৩টায় স্থানীয় ট্রাফিক পয়েন্টে সমাবেশ শেষে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এর আগে দুপুর ২টায় ট্রাফিক পয়েন্টে একই দাবিতে সমাবেশ করে জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদ।
জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা সাজিদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইমাম মোয়াজ্জিন পরিষদের উপদেষ্টা প্রিন্সিপাল মাওলানা আব্দুর বছির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা মাওলানা আনোয়ার হোসাইন।
সেখানে আরও বক্তব্য রাখেন- মুফতি আজিজুল হক, মাওলানা আবু সাঈদ, মাওলানা জামাল উদ্দিন, মাওলানা মোস্তাক আহমদ গাজীনগরী, জেলা ইমাম মোয়াজ্জিন পরিষদের সাবেক সম্পাদক মাওলানা আরী নূর, যুগ্ম সম্পাদক মাওলানা ফয়জুর রহমান, মাওলানা আফসার উদ্দিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মাওলানা গোলাম মাওলা মানিক প্রমুখ।
এক পর্যায়ে সমাবেশে ইমাম মোয়াজ্জিন পরিষদের কর্মী সমর্থকরা লতিফ সিদ্দিকীর উদ্দেশে জুতা প্রদর্শন করেন।
এদিকে, দুপুর ১২টার দিকে শহরের ষোলঘর মাদ্রসার সামনে থেকে আলীয়া মাদ্রাসা ঐক্য পরিষদ একই দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর নিউইয়র্কের একটি অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.), হজ ও তাবলিগ নিয়ে কটূক্তি করেন লতিফ সিদ্দিকী। এরপর এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে। দেশে ফেরার পর গতকাল মঙ্গলবার (২৫ নভেম্বর) লতিফ সিদ্দিকী আদালতে আত্মসমর্পণ করেছেন এবং তাকে কারাগারে পাঠানো হয়েছে।