ইন্দোনেশিয়ায় আবারো ভূমিকম্প

ঢাকা: মাত্র ১১ দিনের ব্যবধানে তৃতীয় ভূমিকম্পটি আঘাত হানলো ইন্দোনেশিয়ায়। ৬.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মুলক্কাস দ্বীপপুঞ্জে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবরও পাওয়া যায়নি।

বুধবার মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাকে (ইউএসজিএস) আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়।

খবরে বলা হয়, ইন্দোনেশিয়ার স্থানীয় সময় রাত ৮টা ৩৩ মিনিটে মলুক্কাসের কোটা টারনেট শহরের ১৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে ভূ-গর্ভের ৪১ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

তবে প্রশান্ত মহাসাগর ও ভারত মহাসাগরের মধ্যস্থিত দ্বীপরাষ্ট্রটির আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভূমিকম্পের পর কোনো ধরনের সুনামি সতর্কতা জারি করা হয়নি।

এর আগে গত ১৫ নভেম্বর সকালে দেশটিতে ৭.৩ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানলে সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়। এরপর গত ২১ নভেম্বর আবারও ৬.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মলুক্কাস।

x