প্রশ্নপত্র ফাঁস রোধে ফেসবুক বন্ধের কথা ভাবছে সরকার

ঢাকা: পরীক্ষার সময় প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ করার কথা ভাবছে সরকার। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয়ের সভা শেষে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সাংবাদিকদের একথা বলেন।

তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস রোধে প্রয়োজনে পরীক্ষার সময়ে ফেসবুক বন্ধ রাখা যায় কিনা সে বিষয়ে আইনগত দিক খতিয়ে দেখা হচ্ছে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে বিজিপ্রেসে আজ থেকেই গোয়েন্দা নজরদারি করার কাজ শুরু হয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় কেউ যদি প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করেন, কোচিং সেন্টারের মাধ্যমে প্রশ্ন আকারে সাজেশন দেয়া হয় কিংবা ফেসবুকের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁস করার চেষ্টা করেন তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমুলক শাস্তির ব্যবস্থা করা হবে।

মন্ত্রী আরো জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে দেখভাল করার জন্য শিক্ষামন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে আহ্বায়ক করে একটি ২৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। এ কমিটিতে র্যা ব, ডিবি, এসবিসহ অন্যন্য গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছে।

শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র ফাঁসের বিষয়ে মিথ্যা প্রচার ও রটান না করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। তিনি জানান, এ লক্ষ্যে কোচিং সেন্টারে নজরদারি বৃদ্ধি করা হয়েছে। বিজি প্রেসও গোয়েন্দা নজরদারির আওতায় আনা হয়েছে।

x