মানবদেহে ইবোলা টিকার সফল পরীক্ষা
প্রথমবারের মতো ইবোলা প্রতিরোধোক ১টি টিকা মানবদেহে সফলভাবে পরীক্ষা চালানো হয়েছে বলে জানিয়েছে গবেষকেরা। গবেষকেরা বলছে, পরীক্ষা চালানো প্রতিষেদক টিকাটি নিরাপদ এবং রোগ প্রতিরোধক ব্যবস্থায় সাহায্য করবে।
বিবিসি অনলাইন এ খবর নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্সিটিটিউট অফ হেলথের (এনআইএইচ) পক্ষ থেকে বলা হয়, ২০ জন মানুষের দেহে এই টিকার পরীক্ষা চালানো হয়েছে। তাদের শরীরে টিকাটি দেয়ার পর তা ইবোলা ভাইরাস শনাক্ত করতে সক্ষম হয়েছে। প্রাথমিকভাবে এই টিকাটি ব্যবহারে কোনে পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দেয়নি।
এদিকে ওই টিকা প্রস্তুতকারি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী অ্যান্ড্রু উইটি বলেন, ১টি সফল প্রতিষেধক আবিষ্কারে যে বিষয়গুলো প্রথমে বিবেচনা করা হয়, সে ক্ষেত্রে প্রতিষেদকটি সফল। তিনি এই প্রতিষেদকটিকে উৎসাহ ব্যঞ্জক প্রাথমিক ইংগিত বলে মনে করছেন। তাছাড়া এই টিকাকে তিনি আশার আলো বলেও মন্তব্য করেন।
এর আগে প্রতিষেদক দল ২টি দলে ভাগ হয়ে টিকাটির পরীক্ষা চালায়। এক ধাপে উচ্চক্ষমতা সম্পন্ন ও অন্য ধাপে নিম্ন ক্ষমতাসম্পন্ন টিকা ব্যবহার করা হয়। কিন্তু যাদের দেহে উচ্চ ক্ষমতাসম্পন্ন টিকা ব্যবহার করা হয়েছে তাদের দেহে অ্যান্টিবডি দ্রুত কাজ করেছে।
অন্যদিকে পশ্চিম আফ্রিকায় ইবোলার ভয়াবহ মহামারি দেখা দেবার পর ইবোলার একটি প্রতিষেধক তৈরিতে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছিল। কিন্তু এখনও পর্যন্ত তেমন কোনো সফল প্রতিষেদক তৈরি হয়নি। তাই যদি এই প্রতিষেদকটি ভাল ফল দেয় তালে ২০১৫ সাল নাগাদ ১ মিলিয়নের মতো ডোস বাজারে ছাড়া হবে। ২০১৫ সালের শেষ নাগাদ এটি বাণিজ্যিকভাবে বাজারে আসবে।