ছাতকে ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত অর্ধশতাধিক
সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতক উপজেলার দেওয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে ২ গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) সকাল ৯টার দিকে দেওয়া বিল এলাকায় এ ঘটনা ঘটে।
গুরুতর আহত ৩০জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর মধ্যে গুলিবিদ্ধ হয়ে আহতরা হলেন, নজরুল (২৬), ফয়সল (২৫), পারভেজ (২৫), আব্দুর রহিম (২৮), শফিকুল হক (২৪), আশিকুল হক (২৩), খসরু মিয়া (৩৫), আখলুম মিয়া (৩৮), আরিফ উদ্দিন (৪৫), জালাল মিয়া (১৯), কাওছার (১৪), আবদাল মিয়া(১৯), মিজানুর(১৮)।
আহত ও গুলিবিদ্ধের বিষয়টি ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সুনামগঞ্জ মিররকে নিশ্চিত করেছে।
অন্যান্য আহতদের ছাতক উপজেলা স্ভাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, উপজেলার উত্তরখুরমা ইউনিয়নের দেওয়া বিল এলাকায় একটি ডুবায় একই উপজেলার কালারুকা ইউনিয়নের খাইরগাঁও গ্রাসের লোকজন এবং উত্তরখুরমা ইউনিয়নের মহনপুর গ্রামের লোকজন মাছধরতে যায়। এসময় মহনপুর গ্রামের লোকজন এ এলাকাটি তাদের দাবি করলে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এতে গুলিবিদ্ধসহ ৬৭জন আহত হয়।
এদিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সংঘর্ষে গুলিব্ধি সহ ৬৭জন আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও ছাতক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি সুনামগঞ্জ মিররকে বলেন, ১৬জন আহত হয়েছে।