সুনামগঞ্জে ৭ দিনব্যাপী বিক্রয় মেলা শুরু

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সাতদিনব্যাপী নারী উদ্যোক্তাদের পণ্য প্রদর্শণী ও বিক্রয় মেলার উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল সোয়া ৪টায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে এ মেলার উদ্বোধন করেন সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুট) উদ্যোগে ও সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রস্ট্রিজের সহযোগিতায় এ মেলা শুরু হয়।

উদ্বোধন শেষে সুনামগঞ্জ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুট) সভানেত্রী ফৌজিআরা শাম্মীর সভাপতিত্বে অলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটির (গ্রাসরুট) জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তার পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক সিলেট বিভাগীয় ডেপুটি ডিরেক্টর ইকবাল হাসান, কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটির (গ্রাসরুট) সহ সম্পাদিকা মাছুমা খানম।

অন্যান্যেও মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি’র সহ সভাপতি সঞ্চিতা চৌধুরী, সাধারণ সম্পাদক আরতি তালুকদার কলি।

স্বাগত বক্তব্য রাখেন, কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটির (গ্রাসরুট) প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র।

কেন্দ্রীয় তৃণমূল নারী উদ্যোক্তার সোসাইটির (গ্রাসরুট) জাতীয় সমন্বয়কারী অনিতা দাশগুপ্তা জানান, ৫ ডিসেম্বর পর্যন্ত সুনামগঞ্জ শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এ মেলা । এ মেলায় ৪০ স্টল বসেছে।

x