সিলেটে বিশেষ অভিযানে ৫২ জন গ্রেফতার
সিলেট: সিলেটে বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৫২জন আসামিকে গ্রেফতার করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ নভেম্বর) সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত সিলেট জেলা পুলিশের অন্তগর্ত বিভিন্ন থানা পুলিশের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারদের মধ্যে বিভিন্ন নিয়মিত মামলার পলাতক, ওয়ারেন্টভুক্ত ও সাজা পরোয়ানার আসামি রয়েছেন।
তাদের সংশ্লিষ্ট আদালতে প্রেরণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।