জেলা প্রশাসকের সাথে এনসিটিএফ এর মতবিনিময়
সুনামগঞ্জ: জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় করেছে ন্যাশনাল চিলড্রেন্স টাস্ক ফোর্স (এনসিটিএফ) সুনামগঞ্জ জেলা কমিটির সদস্যরা।
রবিবার সকাল ১০টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ইউএনসিআরসি-এর পঁচিশ বছর পূর্তি উদযাপন উপলক্ষে শিশু অধিকার বিষয়ে চলমান পরিস্থিতি নিয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, শিশুদের শিক্ষার মানোন্নয়ন নিয়ে সকলের কাজ করতে হবে যাতে কোনো শিশু শিক্ষা থেকে ঝরে না পড়ে। বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক থেকে শিশুদের বাঁচিয়ে রাখা, শিশুদের সঠিক পরিচর্চাসহ সকল বিষয় গুরুত্ব দিয়েদেখতে হবে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মণের পরিচালনায় সভায় আরো বক্তব্য রাখেন, জেলা তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, প্রথমআলো’র জেলা প্রতিনিধি খলিল রহমান, সাংবাদিক আকরাম উদ্দিন, সংস্কৃতিকর্মী জাহাঙ্গীর আলম, ইত্তেফাক প্রতিনিধি বুরহান উদ্দিন, এনসিটিএফ এর সভাপতি রাইয়্যান আলম বন্যা, সাধারণ সম্পাদক জয়ন্ত পাল জয় প্রমুখ।