কবিতা: বিজয়

মোরা নহি আর পরাধীন
ষোলই ডিসেম্ভর হলাম স্বাধীন।
পদে পদে লাঞ্চহনা, বঞ্চনা
মোরা বাঙ্গালী মানব না মানব না।
নয় মাসে এনেছি বিজয়
দেখছে বিশ্বময়।
বীর বাঙ্গালী যে সাহসী
দেখেছে বিশ্ববাসী।
দেশে এখনও বিজয়
নহে সর্বময়।
দুঃখীর মুখে ফোটাব হাসি
কাজ করব মিলেমিশি।
গড়ব মোরা সোনার দেশ
দুঃখ মোদের হবে শেষ।

লেখক: মো. মশিউর রহমান,
প্রভাষক (ইংরেজি), দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজ, বিশ্বম্ভরপুর, সুনামগঞ্জ।

x