দক্ষিণ সুনামগঞ্জে স্কাউটসের অরিয়েন্টেশন
সুনামগঞ্জ: দক্ষিণ সুনামগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ৭৪তম কাব লিডার অরিয়েন্টেশনের উদ্বোধন হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা স্কাউটস এর আয়োজনে, উপজেলা পরিষদের হল রুমে উপজেলা নির্বাহী অফিসার মুর্শেদা জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আবুল কালাম।
এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ স্কাউটস কোর্স লিডার নিরমল শর্ম্মা, স্কাউটস এর সুনামগঞ্জ জেলা সম্পাদক তাহের আলী তালুকদার, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল চন্দ্র সিংহ প্রমুখ।