বর্ণাঢ্য আয়োজনে সুনামগঞ্জ মুক্ত দিবস উদযাপন

সুনামগঞ্জ: ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হয়েছে সুনামগঞ্জ হানাদারমুক্ত দিবস।

শনিবার (৬ ডিসেম্বর) দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ আবুল হোসেন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার হাজী নূরুল মোমেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,‍ সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সুনামগঞ্জ পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ প্রমুখ।

এ আগে সকালে জাতীয় পতাকা হাতে মুক্তিযোদ্ধারা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ক‍ার্যালয়ের সামনে সমবেত হন। পরে বেলা ১১টায় সেখান থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেত‍ারা। শোভাযাত্রা শেষে সুনামগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

x