সুনামগঞ্জে পলাতক আসামিসহ গ্রেফতার ৫১

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় দুই সাজাপ্রাপ্ত পলাতক ও ৩ মাদক ব্যবসায়ীসহ ৫১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার ভোর পর্যন্ত পুলিশ এ বিশেষ অভিযান চালায়।

পলাতক দুই আসামি হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর গ্রামের লাল মিয়র ছেলে জুয়েল আহমদ ও জেলার ছাতক উপজেলার বাটেশ্বরী গ্রামের মৃত উমেদ আলীর ছেলে রফিক মিয়া।

এদিকে, ভোরে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও গ্রামের অভিযান চালিয়ে ফয়েজ মিয়ার বাড়ি থেকে ২০ পুরিয়া গাঁজাসহ ফয়েজ মিয়া (৪৫), আব্দুল করিম (৫৫) ও বিদ্যুৎ মিয়াকে (৪৪) গ্রেফতার করে পুলিশ।

ফয়েজ মিয়া জগন্নাথপুর উপজেলার পাইলগাঁগ্রামের মৃত এতরাজ মিয়ার ছেলে এবং আব্দুল করিম হবিগঞ্জ জেরার নবীগঞ্জ উপজেলার কসবা গ্রামের মৃত রজব উল্লাহর ছেলে ও বিদ্যুৎ একই গ্রামের অদুই উল্লার ছেলে।

সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হারুন অর রশিদ জানান, পলাতক আসামিসহ বিভিন্ন অভিযোগে ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে। সুনামগঞ্জ জেলার ১২টি থানায় জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

x