স্থানীয় উন্নয়নে গণমাধ্যম প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত
সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা পর্যায়ে স্থানীয় উন্নয়নে গণমাধ্যম প্রতিনিধিদের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১০ টায় এ কর্মশারার উদ্বোধন করেন, সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।
উপজেলা পর্যায়ে গর্ভন্যান্স প্রজেক্ট( ইউজেডজেপি)-এর উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালা সকাল সাড়ে ১০ টায় শুরু হয়ে চলে দুপুর দেড়টা পর্যন্ত।
ইউজেডজেপি প্রকল্পের উপ-পরিচালক ও সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দেবজিৎ সিংহ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রজেক্টরের মাধ্যমে ইউজেডজেপি প্রজেক্টের বিভিন্ন কার্যক্রম তুলেধরে এ প্রজেক্টের ফ্যাসিলিটেটর জিল্লুর রহমান।
কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদরুল কাদির সিহাব, মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, বাংলাদেশ টেলিভিশনের সুনামগঞ্জ জেলা সংবাদ প্রতিনিধি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, দৈনিক ইনকিলাবের সুনামগঞ্জ জেলা সংবাদদাতা অ্যাডভোকেট আজিজুল ইসলাম চৌধুরী, দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সংবাদ ও দৈনিক শ্যামল সিলেট পত্রিকার সুনামগঞ্জ প্রতিনিধি লতিফুর রহমান রাজু প্রমুখ।