সুনামগঞ্জে সরকারি কর্মচারী পরিষদের বিক্ষোভ
সুনামগঞ্জ: প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ি ২০১৪ সালের জুলাই হতে পে-স্কেল বাস্তবায়নসহ ৫ দফা দাবিতে সুনামগঞ্জে সরকারি কর্মচারী সমন্বয় পরিষদ সুনামগঞ্জ জেলা শাখা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় স্থানীয় পুরাতন বাসস্ট্যান্ড থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে ট্রাফিক পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বাংলাদেশ সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি মো. কুতুব উদ্দিন, সহসভাপতি নিত্যানন্দ গোপ, কামরুজ্জামান, মনোরঞ্জন তালুকদার, সাধারণ সম্পাদক তৈয়ব আলী প্রমুখ।