সুনামগঞ্জ বিএনপির আহ্বায়ক কমিটি বাতিল দাবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জেলা বিএনপির বঞ্চিত নেতাকর্মীরা।

সোমবার (৮ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে শহরের কাজির পয়েন্টেরর একটি কমিউনিটি সেন্টারে এ সংবাদ সম্মেলন করে বিএনপির পদবঞ্চিত নেতাকর্মীরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন জেলা বিএনপির নেতা সেলিম উদ্দিন। তিনি বলেন, বর্তমান আহ্বায়ক কমিটি গত সাত মাসে কোনো কেন্দ্রীয় কর্মসূচি পালন করেনি। জেলা শহরের বাইরে থেকে তারা আট উপজেলা, তিন পৌরসভা ও একটি থানা আহ্বায়ক কমিটি করেছেন। এতে বিএনপির ত্যাগী নেতাকর্মীরা স্থান পায়নি।

তাই জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটি বাতিলের দাবি করেন তারা।

সংবাদ সম্মেলনে আরো বক্তব্য রাখেন, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব চৌধুরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার উদ্দিন, সুনামগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট শেরে নূর আলী, দোয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সাধারণ ইশতিয়াক হোসেন চৌধুরী স্বপন, সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম চৌধুরী, বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ছবাব মিয়া, দিরাই পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির তালুকদার ও জামালগঞ্জ বিএনপি নেতা রফিকুল ইসলাম প্রমুখ।

x