ডেমো ট্রেন সার্ভিস উদ্বোধন
গাজীপুর: ঢাকা-টঙ্গী রেলরুটে ডেমো ট্রেন সার্ভিস উদ্বোধন করেছেন রেলমন্ত্রী মুজিবুল হক। মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে টঙ্গী স্টেশনে আনুষ্ঠানিকভাবে এ সার্ভিস উদ্বোধন করেন রেলমন্ত্রী।
এ সময় মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক তোফাজ্জল আহমেদ, রেলওয়ে বিভাগের সচিব মুনসুর আলী ও রেলওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মল্লিক ফখরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কমলাপুর স্টেশন মাস্টার আব্দুল মজিদ জানান, ঢাকা-টঙ্গী রুটে প্রতিদিন ২ বার যাতায়াত করবে ডেমো ট্রেন। একটি ট্রেন ভোর ৫টা ২৫ মিনিটে ঢাকা থেকে ছেড়ে ৬টা ১০ মিনিটে টঙ্গী পৌঁছবে। অপরদিকে আরেকটি ট্রেন সকাল ৭টা ৪০ মিনিটে টঙ্গী থেকে ছেড়ে ঢাকায় পৌঁছবে ৮টা ৩৫ মিনিটে।
৬ বগির এ ট্রেনে একসঙ্গে ৬ শতাধিক যাত্রী যাতায়াত করতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে, ডেমো ট্রেন চালু হওয়ায় ঢাকা ও টঙ্গী রুটে অফিসগামী যাত্রীদের যাতায়াতের কষ্ট অনেকটা লাঘব হবে বলে মনে করছেন যাত্রীরা।