শুধু আইন করে নয়, সদিচ্ছার মাধ্যমে দূর্নীতি প্রতিরোধ করতে হবে
সুনামগঞ্জ: জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেছেন, শুধুমাত্র আইন করে দূর্নীতি দমন সম্ভব নয়, এ ক্ষেত্রে প্রয়োজন সামাজিক সচেতনতা।
মঙ্গলবার আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ’র সভাপতি নুরুর রব চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আরো বলেন, আমাদের দেশে অনেক কঠিন কঠিন আইন আছে যার শাস্তি হিসেবে মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। তাতে কি ওসব অপরাধ কমছে? ওই অপরাধগুলো বারবার ঘটছে।
তিনি বলেন, আজকের দিবসের স্লোগানের সাথে কণ্ঠ মিলিয়ে আমাদের বিবেক যদি জাগ্রত না হয়, সদিচ্ছা যদি না থাকে তাহলে দূর্নীতি প্রতিরোধ করা কখনোই সম্ভব হবে না। আইনের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শহীদ জগৎজ্যোতি পাঠাগার মিলনায়তনে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দূর্নীতি দমন কমিশন (দুদক)’র সমন্বিত সিলেট জেলা কার্যালয় এর সহকারি পরিচালক নাজমুস সাদাত।
সনাক সদস্য অ্যাডভোকেট খলিল রহমান ও টিআইবি’র এরিয়া ম্যানেজার মোহাম্মদ শফিউল্লাহ’র পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভায় স্বাগত বক্তব্য রাখেন, জেলা সনাকের সাবেক সভাপতি শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সনাক উপদেষ্টা ও বিশিষ্ট আইনজীবি ও কলামিষ্ট অ্যাডভোকেট হোসেন তওফিক চৌধুরী, শিক্ষাবিদ ধুর্জটি কুমার বসু, এএফ মাসয়ুদুল হাসান, সনাক সদস্য গোলাম কিবরিয়া, ইয়েস দলনেতা সোহেল রানা, জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি সুনামগঞ্জ’র সাধারণ সম্পাদক রুনা শাহীন আরা লেইস প্রমুখ।
এর আগে সকাল ১০টায় শহরের কাজির পয়েন্টে জেলা টিআইবি’র কার্যালয় থেকে ‘জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য, দুর্নীতি রুখবেই’- এ শ্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবসের এক র্যালি বের হয়ে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।