অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য স্মারক প্রকাশ

সুনামগঞ্জ: শিক্ষাবিদ ও লেখক প্রয়াত অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য’র জীবনালেখ্য নিয়ে স্মারকগ্রন্থ ‘অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য স্মারক’ প্রকাশ করেছে নারী উদ্যোক্তা প্রতিষ্ঠান ‘সপ্তডিঙ্গা প্রকাশনী’।

বুধবার সকালে সীতেশ রঞ্জন আচার্য্য’র বাসায় গিয়ে আনুষ্ঠানিকভাবে অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্যপত্নী রাণী বালা আচার্য্য’র কাছে গ্রন্থ হস্তান্তর করেন গ্রন্থের প্রকাশক ও সপ্তডিঙ্গা প্রকাশনীর স্বত্তাধিকারী সাবিয়া বেগম।

এসময় উপস্থিত ছিলেন, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক বিজন সেন রায়, দৈনিক সুনামগঞ্জের খবর পত্রিকার সহকারী সম্পাদক এনাম আহমেদ, সীতেশ রঞ্জন আচার্য্যপুত্র সিদ্ধার্থ আচার্য্য ও গ্রন্থের সম্পাদক আলী সিদ্দিক।

গ্রন্থটিতে সুনামগঞ্জের প্রবীণ শিক্ষাবদ ও কবি মু. আব্দুর রহীম, দিলীপ কুমার মজুমদার, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, রমেন্দ্র কুমার দে মিন্টু, বিজন সেন রায়, কুমার সৌরভ, এনাম আহমদ, সিদ্ধার্থ রঞ্জন আচার্য্য ও আলী সিদ্দিক-এর লেখা রয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক সীতেশ রঞ্জন আচার্য্য ১৯৬১ সালের ২০ আগস্ট সুনামগঞ্জ ডিগ্রী কলেজে লেকচারারের পদে যোগদান করেন। ১৯৯৫ সালের ১০ অক্টোবর ইংরেজির সহযোগি অধ্যাপক থাকাবস্থায় সুদীর্ঘ ৩৪ বছর শিক্ষকতা করে একই কলেজ থেকে অবসরে যান।

তাঁর আত্মজীবনীমূলক একমাত্র গ্রন্থ ‘স্বপ্নময় অতীত’ উড়াল প্রকাশ থেকে প্রকাশিত হয় ২০১২ সালে।

অধ্যাপক সীতেশ ২০১২ সালের ২৫ ডিসেম্বর পরলোকগমন করেন।

x