সুন্দরবনে ৩ দিনে ৪০ হাজার লিটার তেল সংগ্রহ
ঢাকা: সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাংকার ডুবিতে ছড়িয়ে পড়া ফার্নেস অয়েলের মধ্যে ৪০ হাজার ২শ’ লিটার সংগ্রহ করা হয়েছে।
শুক্রবার থেকে রবিবার পর্যন্ত স্থানীয় এলাকাবাসী সনাতন পদ্ধতিতে নদী থেকে এ তেল সংগ্রহ করেছে।
এর মধ্যে শুক্রবার ৫ হাজার ২শ’ লিটার, শনিবার ১৮ হাজার লিটার এবং রবিবার ১৭ হাজারসহ মোট ৪০ হাজার ২শ’ লিটার ফার্নেস অয়েল।
রবিবার বন অধিদপ্তরের গণসংযোগ কর্মকর্তা হাফিজুর রহমান স্বাক্ষরিত এ প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে- বন বিভাগের সহায়তায় স্থানীয় মানুষ ১৫০টি ডিঙি নৌকা নিয়ে শ্যালা নদী ও আশপাশের খালে ছড়িয়ে পড়া তেল সংগ্রহের কাজ করছে। পর্যায়ক্রমে নৌকার সংখ্যা আরও বাড়ানো হবে।
সুন্দরবনের অভ্যন্তরে আনুমানিক ৩৫০ বর্গকিলোমিটার এলাকা জুড়ে ফার্নেস অয়েল ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।