প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

সাভার: জাতির শ্রেষ্ঠ সন্তাদের ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুরোপুরি প্রস্তুত সাভারে জাতীয় স্মৃতিসৌধ। বিজয় দিবসকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষায় নেয়া হয়েছে যাবতীয় ব্যবস্থা। স্মৃতিসৌধকে সুসজ্জিত করা হয়েছে। গত ১১ ডিসেম্বর থেকে স্মৃতিসৌধে জনসাধারণের প্রবেশ নিষেধ রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মিজানুর রহমান জানিয়েছেন, মহান বিজয় দিবস উপলক্ষে দু সপ্তাহ ধরে প্রায় ৭০-৮০ জন পরিছন্ন কর্মী কাজ করছে। আজ ১৫ ডিসেম্বর স্মৃতিসৌধ ভিআইপিদের আগমনের জন্য পুরোপুরি প্রস্তুত।

তিনি বলেন, স্মৃতিসৌধের শোভাবর্ধনের জন্য প্রতি বছরের তুলনায় প্রশাসনের পক্ষ থেকে এবার হাতে নেয়া হয়েছিল বাড়তি সাজসজ্জার কাজ। অজ্ঞাত শহীদদের কবরস্থান, স্মৃতিসৌধের মূল বেদীতে, প্রতিটি রাস্তায় করা হয়েছে কয়েক দফা রং তুলির কাজ। অপ্রয়োজনীয় ঘাস কর্তনসহ সৃতিসৌধের সামনে অবস্থিত সুইমিংপুলটি পুরোপুরি পরিষ্কার পানি দিয়ে ভরে বাড়ানো হচ্ছে পুরো স্মৃতিসৌধের সৌন্দর্য। শোভাবর্ধনের জন্য পুরো স্মৃতিসৌধটিকে ঝলমলে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।

সাভার সার্কেল এএসপি রাসেল শেখ জানিয়েছেন, ১৬ ডিসেম্বর উপলক্ষে পুরো স্মৃতিসৌধ এলাকাকে সিসিটিবি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এছাড়া ঢাকা- আরিচা মহাসড়কের আমিন বাজার থেকে নবীনগর পর্যন্ত কয়েকটি ওয়াস টাওয়ার নিমার্ণের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধীদলীয় নেতা, বিএনপির চেয়ারপারসন এবং রাজনৈতিক দল, বিভিন্ন বৈদেশিক কূটনৈতিকসহ বিভিন্ন সংগঠন বাঙালির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন।

x