বেতার শিল্পীদের পেনশন চালু ও সম্মানি বৃদ্ধির ঘোষণা
ঢাকা: বেতার শিল্পীদের পেনশন চালু ও সম্মানি বৃদ্ধির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে বাংলাদেশ বেতারে নিয়মিত পদোন্নতি নিশ্চিতের ব্যবস্থা নেওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
সোমবার বিকালে বাংলাদেশ বেতারের হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে অবদানের স্বীকৃতিস্বরূপ স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ১০ জন শব্দসৈনিকের হাতে সম্মাননা তুলে দেন তিনি।
স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে সম্মাননাপ্রাপ্তরা হলেন- সৈয়দ আবদুস শাকের (মরণোত্তর), বেলাল মোহাম্মদ (মরণোত্তর), মো. আমিনুর রহমান, মো. রাশিদুল হোসেন, মুস্তফা আনোয়ার হোসেন খান (মরণোত্তর), আ ম শারফুজ্জামান, আবদুল্লাহ আল ফারুক, মো. রেজাউল করিম চৌধুরী, কাজী হাবিবউদ্দিন আহমদ (মরণোত্তর), আবুল কাসেম সন্দ্বীপ (মরণোত্তর)।
বেতার সৈনিকদের সম্মাননা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের বিজয়ে বেতার সৈনিকদের অবদান অনস্বীকার্য। এই বেতারসৈনিকরা স্বাধীনতাকামী বাঙালির সঙ্গে এগিয়ে এসেছিলেন বাংলাদেশের স্বাধীনতা লাভের রণাঙ্গনে।
তথ্য মন্ত্রণালয়ের সচিব মর্তুজা আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমতউল্লাহ এমপি, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চোধুরী। স্বাগত ভাষণ দেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক কাজী আকরামুদ্দিন আহমেদ।
হীরক জয়ন্তী উপলক্ষে ৪ দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ বেতার। ১৮ ডিসেম্বর বর্ণাঢ্য এ কর্মসূচি শেষ হবে।