নারী উদ্যোক্তাদের ৯ দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সুনামগঞ্জ : সুনামগঞ্জে নারী উদ্যোক্তাদের ৯ দিনব্যাপী প্রজনন স্বাস্থ্য, জেন্ডার এবং এডভোকেসি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ ডিসেম্বর) এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।

শহরের কাজির পয়েন্টস্থ একটি অভিজাত কমিউনিটি সেন্টারে এ প্রশিক্ষণ ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলে ১৫ ডিসেম্বর পর্যন্ত।

বাংলাদেশ উইমেন চেম্বার আব কমার্স এন্ড ইনডাষ্ট্রিজ সুনামগঞ্জ শাখার উদ্যোগে এবং বাণিজ্য মন্ত্রনালয়ের সহযোগিতায় ও ইউএনএফপি’র অর্থায়নে নারীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য, জেন্ডার এবং এডভোকেসি বিষয়ক নারী উদ্দ্যোক্তাদের এ ৩ টি বিষয়ে পৃথক পৃথক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিটি বিভাগে ২৫ জন করে প্রশিক্ষণার্থী অংশ নেন।

এ প্রশিক্ষণে প্রজনন স্বাস্থ্য শিক্ষা, প্রজনন স্বাস্থ্য ও যৌন রোগ, এর কারনসমূহ, করনীয় ও পরামর্শ, জেন্ডার ধারনা, পরিবার পরিকল্পনা, স্বাস্থ্যসেবা সমূহ, স্বাস্থ্য সেবায় সাংবিধানিক অধিকার, স্বাস্থ্য সেবায় জন অংশগ্রহন এবং স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণে এডভোকেসি।

প্রশিক্ষণ প্রদান করেন, প্রোগ্রাম অফিসার (প্রশিক্ষণ) বিকাশ চন্দ্র ঘটক, প্রশিক্ষক সুমন্ত মোহন্ত, প্রোগ্রাম অফিসার (এডভোকেসি) সুমিতা দাস এবং প্রোগ্রাম অফিসার (প্রশিক্ষণ) শৌল বৈরাগী।

প্রশিক্ষণে সার্বিক সহায়তা করেন বিডব্লিউসিসিআই এর জেলা প্রতিনিধি জ্যোৎস্না আক্তার।

x