সুনামগঞ্জে এনজিও পোর্টালের উদ্বোধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জেলা এনজিও পোর্টালের উদ্বোধন করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ পোর্টাল www.ngosunamganj.org-এর উদ্বোধন করেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

এর আগে বিকেল চার টায় এ উপলক্ষে এক মতবিনিময় সভা জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) ড.আহমেদ উল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজিৎ সিংহ, সুনামগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক মোজাম্মেল হক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক তুরন মিয়া, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নূরুল ইসলাম, দিরাই উপজেলা নির্বার্হী কর্মকর্তা আলতাফ হোসেন, জামালগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা এস এম শফি কামাল, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাহসিনা বেগম, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মুর্শেদা জামান, ছাতক উপজেলা নির্বার্হী কর্মকর্তা আইনুর আক্তার পান্না, দোয়ারাবাজার উপজেলা নির্বার্হী কর্মকর্তা কামরুজ্জামান, ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, শাল্লা উপজেলা নির্বার্হী কর্মকর্তা এএইচ আসিফ বিন ইকরাম, বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, পদ্মা নির্বার্হী পরিচালক সাজ্জাদ হোসেন, এনজিও সংস্থা ওয়াল্ড ভিশনের এডিপি ব্যাবস্থাপক শ্যামল ফ্রান্সিস রোজারিও, কেয়ার বাংলাদেশের সুনামগঞ্জ প্রকল্প ব্যবস্থাপক শংকুরাজ মজুমদার প্রমুখ।

পরে পোর্টালটির বিভিন্ন দিক তুলে ধরেন, সুনামগঞ্জ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ সিংহ।

এসময় উল্লেখ করা হয়, পোর্টালটি থেকে জেলায় কোন কোন এনজিও কাজ করছে বা কোন উপজেলায় কি কাজ করছে, এমনকি ইউনিয়ন পর্যায়ে কি কাজ করছে, কোন ইউনিয়নে কি কাজ করছে তা বিস্তারিত জানা যাবে।

x