সুনামগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার পাঁচ শতাধিক শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ চত্বরে এ কম্বল বিতরণ করা হয়।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেন, সুনামগঞ্জ-৪ (সদর ও বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ।
এসময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা তাহসিনা বেগম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ সিংহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মানিক মিয়া, সমাজসেবক আব্দুর রশিদ, সাবেক পৌর কাউন্সিলর শামীম চৌধুরী সামু প্রমুখ।