মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা
সুনামগঞ্জ: মহান বিজয় দিবস ২০১৪ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এ আলোচনার আয়োজন করে।
সভার আলোচ্য বিষয় ছিল ‘সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে, ডিজিটাল প্রযুক্তির সার্বজনীনতা এবং মুক্তিযুদ্ধ।’
আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামছুন নাহার বেগম, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, সাবেক সংসদ সদস্য মতিউর রহমান, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতিক, জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল লেইস রোকেস, আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট আফতাব উদ্দিন, অ্যাডভোকেট আলী আমজদ, হাজী এমএ হালিম, অ্যাডভোকেট রইছ উদ্দিন, বীরঙ্গনা কাকন বিবি, আব্দুল মজিদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারি কমিশনার শেখ জোবায়ের আহমেদ। আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক নাটক প্রদর্শন করা হয়।