নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপিত
সুনামগঞ্জ: সুনামগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস ২০১৪ উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভসূচনা ঘটে।
ভোর থেকেই মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে মানুষের আনাগোনা শুরু হয়। একে একে সরকারি দপ্তর, রাজনৈতিক দল ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে স্মৃতিদলকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
সকাল সাড়ে আটটায় সুনামগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রদর্শনী। জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় পুলিশ সুপার হারুন অর রশীদসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। কুচকাওয়াজের পর ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
বেলা এগারোটায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেয়া হয়।
পরে, বাদ জোহর ও সুবিধাজনক সময়ে বিভিন্ন মসজিদ, মন্দির ও গীর্জায় দেশ ও জআতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
দুপুর দেড়টায় হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিকাল সাড়ে তিনটায় সরকারি এসসি বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় মহিলা সমাবেশ। স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাবাডি প্রতিযোগিতা ও প্রীত ফুটবল ম্যাচ।
সন্ধ্যায় শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমী এক আলোচনা সভারল আয়োজন করে। সভার আলোচ্য বিষয় ছিল ‘সুখী সমৃদ্ধ, ক্ষুধা ও দারিদ্রমুক্ত ডিজিটাল বাংলাদেশ গঠনের লক্ষ্যে, ডিজিটাল প্রযুক্তির সার্বজনীনতা এবং মুক্তিযুদ্ধ।’ আলোচনার পর মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন করা হয়।