কলেজ ছাত্রীকে উত্তক্ত্য করায় তিন বখাটের কারাদণ্ড

সুনামগঞ্জ: সুনামগঞ্জে এক কলেজ ছাত্রীকে উত্তক্ত্য করায় তিন বখাটেকে তিনদিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত।

দণ্ডপ্রাপ্তরা হল, সদর উপজেলার তেঘরিয়া এলাকার মৃত নুরুল মিয়ার ছেলে তৈয়বুর রহমান রাহি (২২), জাহাঙ্গীরনগর ইউনিয়নের বল্লবপুর গ্রামের কুদ্দুছ আলীর ছেলে নাসির আহমদ (১৮) এবং কুরবাননগর ইউনিয়নের বাক্ষ্রণগাঁও গ্রামের আশরাফ আলীর ছেলে মোঃ আকবর হোসেন (১৮)।

বুধবার বিকেল সাড়ে পাঁচটায় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা বেগম তাদেরকে দণ্ড দেন।

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মকবুল হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে ঐ তিনটি বখাটে এক কলেজ ছাত্রীকে উত্তক্ত্য করে আসছিল।

বিষয়টি জেনে থানার উপ-পরিদর্শক (এসআই) এমরান পুলিশ নিয়ে কলেজ ক্যাম্পাসের সামনে থেকে তাদেরকে আটক করেন। পরে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের সাজা প্রদান করেন।

x