দোয়ারাবাজার বিএনপির সাবেক সভাপতি আর নেই

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দেয়ারাবাজার উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের চারবারের নির্বাচিত চেয়ারম্যান আব্দুস সোবহান (৫৫) আর নেই।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিকেল সাড়ে ৪টায় বাংলাবাজার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

মৃত্যুকালে তিনি দুই ছেলে দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, সাবেক হুইপ ফজলুল হক আপপিয়া, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দিন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, দেওয়ান জয়নুল জাকেরীন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমদ, তাহিরপুর উপজেলা পরিসদের সাবেক চেয়ারম্যান আনিসুল হক, জেলা ছাত্রদলের আহ্বায়ক নূরুল ইসলাম নূরুল প্রমুখ।

x