বর্ণিল আয়োজনে গণিত উৎসব অনুষ্ঠিত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে গণিত উৎসব ২০১৫।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সুনামগঞ্জ এইচএমপি উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ ও সিলেটের শিক্ষার্থীদের অংশগ্রহণে ভিন্নধর্মী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সকাল ৯টায় জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের উদ্বোধন করেন, সুনামগঞ্জ জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

সাড়ে ৯টায় প্রতিযোগিদের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সোয়া একঘণ্টার অঙ্ক পরীক্ষা শেষে সারাদিনই ছিল নানা আয়োজন।

বেলা সাড়ে ১১টায় উৎসব মঞ্চে ‘আয় আয় আয়, গণিতের আঙিনায়’ গানটি পরিবেশন করেন প্রথমআলো সুনামগঞ্জ বন্ধুসভার বন্ধুরা।

এরপর মাহমুদুল হাসান সোহাগের সঞ্চালনায় শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন শাহজালাল বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. রাশেদ তালুকদারসহ কয়েকজন শিক্ষক।

প্রশ্নোত্তর পর্ব চলে দুপুর ২টা পর্যন্ত। পরে অনুষ্ঠিত হয় বিজয়ীদের পুরষ্কার বিতরণী।

প্রাইমারী, জুনিওর, সেকেন্ডারী ও হায়ার সেকেন্ডারী ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন, রানারআপ ও সেকেন্ড রানারআপদের পুরষ্কার তোলে দেন অতিথিরা।

অনুষ্ঠান শেষ হয় সমবেত কণ্ঠে ‘আমরা করব জয়’ গানটি গাওয়ার মধ্য দিয়ে।

আঞ্চলিক উৎসবের এ বিজয়ীরা জাতীয় পর্যায়ে অংশ নেবে। পরে সেখান থেকে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের বাংলাদেশ দলের জন্য সদস্য বাছাই করা হবে।

উল্লেখ্য, প্রতিবছরই বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এ উৎসবের আয়োজন করে। এবছর ১৩তম বার গণিত উৎসব অনুষ্ঠিত হল। উৎসবের পৃষ্ঠপোষকতা করে ডাচ-বাংলা ব্যাংক, ব্যবস্থাপনা করে প্রথমআলো, এবং স্থানীয় পর্যায়ে উৎসব আয়োজনে সহযোগিতা করে বন্ধুসভার সদস্যরা।

x