জেলা পরিষদে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা পরিষদ ভবনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ম্যুরাল উদ্বোধন করেন, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী ও সুনামগঞ্জ জেলা পরিষদ প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন।

এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জর্জেস মিয়া, জেলা আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট রইছ উদ্দিন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট রবিউল লেইছ রোকেস, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ চর্চা ও গবেষণা কেন্দ্রের আহ্বায়ক অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, জেলা জাসদের সভাপতি আ.ত.ম সালেহ, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু প্রমুখ।

x