জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৮

সুনামগঞ্জ: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের চিলাউড়া রসুলপুর গ্রামে বোরো জমিতে হাঁস চড়ানোকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন।

শনিবার (২০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দলাই মিয়া (৫৫), জিল্লুর হক (৩৫), মাসুক মিয়া (১৮), ঝুনু মিয়া (২২), রায়হান মিয়া (১৮), লাল মিয়া (৩৫), মো. শাহিন মিয়া (২২), শহিদুর রহমান (৩৫), ওয়াকিবুর রহমান (২৮), কমলা মিয়া (৬০), ছবির খান (২২) ও গুলজার মিয়াকে (৬০) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, রসুলপুর গ্রামের হাবিব মিয়া ও আনছার মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এর জের ধরে শনিবার সকালে আনছার মিয়ার ভাতিজার খামারের হাঁস প্রতিপক্ষ হাবিব মিয়ার বোরো ধানের জমিতে চড়াতে গেলে হাবিব মিয়ার পক্ষের লোকজন বাধা দেন। এনিয়ে কিছুক্ষণ পর উভয়পক্ষ সংঘর্ষের জড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের ২৮ জন আহত হন।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির বিষয়টি নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

x