দক্ষিণ সুনামগঞ্জে বাসচাপায় নারী নিহত

সুনামগঞ্জ: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় বাসের চাপায় ফুলমালা বেগম (৪০) নামে এক নারী নিহত হয়েছেন।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কের জয়কলস পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

জয়কলস হাইওয়ে পুলিশের (এসআই) মো. শাহজাহান জানান, সকালে ফুলমালা সুনামগঞ্জ-সিলেট সড়কের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কল পয়েন্টে দিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ সুনামগঞ্জগামী একটি মিনিবাস ফুলমালাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ফুলমালার মৃত্যু হয়। খবর পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে। ফুলমালার স্বজনরা ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ গ্রহণের জন্য সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনের প্রস্তুতি নিচ্ছেন।

x