তারেক রহমানের বিরুদ্ধে সিলেটে আরো দুই মামলা
সিলেট: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সিলেটের আদালতে আরো দুইটি রাষ্ট্রদ্রোহ মামলা করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) বেলা ২টায় সিলেট মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট তৃতীয় আদালতে পৃথক দুই মামলা করা হয়।
মামলা দুইটি করেন সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম রায়হান আহমদ চৌধুরী এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শামীম মোল্লা।
আদালতের বিচারক আনোয়ারুল হক মামলা দুটি গ্রহণ করে সরকারের অনুমোদনক্রমে তদন্ত প্রতিবেদন দাখিল করতে শাহপরাণ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন।
মামলা দু’টিতে অভিযোগ করা হয়, ১৫ ডিসেম্বর যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌম, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে বিরোধিতা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করেন।
সিকৃবি ছাত্রলীগ সভাপতি ও মামলার বাদী শামীম মোল্লা বলেন, তারেক রহমান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি করে দৃষ্টতা দেখিয়েছেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ নিয়ে প্রশ্ন তুলেছেন। তার পক্ষে অ্যাডভোকেট শেখ মখলু মিয়াসহ অন্তত ৩০ জন আইনজীবী উপস্থিত ছিলেন।
জেলা ছাত্রলীগ সভাপতি এম রায়হান আহমদ চৌধুরীর মামলার আইনজীবী অ্যাডভোকেট নিজাম উদ্দিন বলেন, আদালত মামলাটি গ্রহণ করে সরকারের অনুমোদন সাপেক্ষে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য শাহপরাণ থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন।