বিগ ব্যাশে মেলবোর্ন রেনিগেডসের হয়ে খেলবেন সাকিব

ঢাকা: অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেট লিগ বিগ ব্যাশে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান খেলতে যাচ্ছেন। টি-টোয়েন্টির শীর্ষ এ অলরাউন্ডার এবারে বিগ ব্যাশের মেলবোর্ন রেনিগেডসের হয়ে আসর মাতাবেন।

সাকিবের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছে মেলবোর্ন রেনিগেডস।

ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিকেটার আন্দ্রে রাসেল দেশের হয়ে খেলতে যাওয়ায় মেলবোর্ন সাকিবের দিকে হাত বাড়িয়ে দেয়। সাকিব গতবার অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে বিগ ব্যাশে খেলেছিলেন।

মেলবোর্নের প্রধান কোচ সিমোন হেলমট সাকিবকে নিজের শিষ্য হিসেবে পেয়ে দারুণ খুশি। তিনি বলেছেন, ‘সাকিব জানুয়ারিতে আমার দলে যোগ দিবে। আর আমরা সাকিবকে দলের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এবং এগিয়ে যাওয়ার জন্য সহায়তা করবো।’

তিনি আরো বলেন, ‘আমরা অনেকদিন থেকেই একজন বিশ্বসেরা অলরাউন্ডার খুঁজছিলাম। সাকিব টি-টোয়েন্টির বিশ্বসেরা। সে দারুণ অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। আর সে মাথা ঠান্ডা রেখে কঠিন চাপের মাঝেও ম্যাচ বের করে আনে।’

হোবার্ট হ্যারিকেন্সের বিপক্ষে ৭ জানুয়ারি মেলবোর্নের অ্যাওয়ে ম্যাচে ব্লান্ডস্টোন অ্যারেনাতে সাকিবকে দেখা যেতে পারে বলেও জানায় দলটির বোর্ড কর্তৃপক্ষ।

x