তারেক রহমানের শাস্তির দাবীতে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ: বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানরা।

সোমবার দুপুরে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিট কমান্ড কার্যালয় থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করে।

পরে স্টেশনরোডে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সংসদ সুনামগঞ্জ জেলা ইউনিটের কমান্ডার হাজী নুরুল মোমেন, ডেপুটি কমান্ডার ইউসুফ আল আজাদ, ডেপুটি কমান্ডার মুকসেদ আলী, মুক্তিযোদ্ধা আবু সুফিয়ান, আব্দুল মজিদ, সফর আলী, মুক্তিযোদ্ধার সন্তান অ্যাডভোকেট হায়দার চৌধুরী লিটন, মোমিনুল ইসলাম, আশরাফুল ইসলাম, সুহেল আহমদ বাবু প্রমুখ।

প্রসঙ্গত, বিজয় দিবস উপলক্ষে গত সোমবার লন্ডনে বিএনপির এক আলোচনা সভায় বক্তব্যে বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধুকে ‘রাজাকার’ আখ্যা দেন।

x