কিশোরীদের হাতে সংলাপ সনদপত্র বিতরণ

সুনামগঞ্জ: সুনামগঞ্জে সংলাপ গ্র্যাজুয়েট ১২ শতাধিক কিশোরেীদের সংলাপ সনদ বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টায় শহরের শহীদ জগৎজ্যাতি পাঠাগার মিলনায়তনে ভলান্টারী এসোসিয়েশন ফর রুরাল ডেভেলপমেন্ট (ভার্ডের) আয়োজনে ও স্যোস্যাল ইন্টারভেনশন টুয়ার্ডস সামটেইনেবল ডেভেলপমেন্টের (এসআইএসডির) সহযোগিতায় কিশোরীদের হাতে সংলাপ সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ভার্ডের পরিচালক (কার্যক্রম) শহীদ উদ্দিন মাহমুদের সভাপতিত্বে এবং মো. সহিদুল ইসলাম, সুস্মিতা পাল ও সাগরিকা আক্তারের যৌথ সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম।

জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, ‘কিশোরীরা ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত যেন কোনভাবেই বিবাহ বন্ধনে আবদ্ধ না হন। পাশাপাশি জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য কিশোরী ও সকল অভিভাবকদের আরো বেশী করে সচেতন হতে হবে। না হলে ১৮ বছরে নিচে বাল্য বিয়ে ও জনসংখ্যা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। তাই বাল্য বিবাহ বন্ধ ও জনসংখ্যা নিয়ন্ত্রণে সমাজের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মো. নিজাম উদ্দিন, এসআইএসডির প্রকল্প ব্যবস্থাপক মুহাম্মদ আব্দুল বারী, ভার্ডের সিনিয়র সোস্যাল মবিলাইজার মো. রেজাউল করিম, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কালাম প্রমুখ।

সভা শেষে কিশোরীদের হাতে সংলাপ সনদপত্র তুলে দেন জেলা প্রশাসকসহ অতিথিরা।

x