ধর্মপাশার মধ্যনগরে ১৪৪ ধারা জারি

সুনামগঞ্জ: ধর্মপাশা উপজেলার মধ্যনগর বাজারে আওয়ামীলীগ ও যুবলীগ একই সময়ে একই স্থনে পাল্টা-পাল্টি কর্মসূচি ঘোষণা করার কারণে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করেন ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।

তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভোর ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত মধ্যগনর বাজারে ১৪৪ ধারা বলবৎ থাকবে। সকাল থেকে মধ্যনগর বাজারে এ বিষয়ে মাইকিং করা হয়েছে।

পুলিশ জানায়, দুপুর ২টায় ধর্মপাশা উপজেলার মধ্যনগর থানার মধ্যনগর শহীদ মিনার চত্বরে সমাবেশ ডাকে। পরে একই সময়ে আওয়ামী লীগ একই জায়গায় একই সময়ে থানা আওয়ামীলীগও সমাবেশের ডাক দেয়। আইনশৃঙ্খলারা রক্ষার্থে স্থানীয় প্রশাসন মধ্যনগর বাজারে ১৪৪ ধারা জারি করে।

মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, উভয় পক্ষ একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে।

x