সুনামগঞ্জে ইত্তেফাকের বর্ষপূর্তি পালিত
সুনামগঞ্জ: সুনামগঞ্জে জাতীয় দৈনিক পত্রিকা ইত্তেফাকের ৬১তম বর্ষপূর্তি পালন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে পত্রিকাটির ৬২ বছরে পদার্পণ উপলক্ষে এক অনুষ্ঠান আয়োজন করা হয়। আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও র্যালী অন্তর্ভুক্ত ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, যুক্তরাজ্যের টাওয়ার হেমলেটসের স্পিকার আব্দুল মুকিত এমবিই, শিক্ষাবিদ অধ্যাপক পরিমল কান্তি দে, জেলা জাসদ সভাপতি আ.ত.ম. সালেহ, সিনিয়র সাংবাদিক কামরুজ্জামান চৌধুরী, জেলা আইনজীবী সমিতির সভাপতি রোকেস লেইছ, রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের সাধারণ সম্পাদক মতিউর রহমান পীর, মুক্তিযোদ্ধা মতিউর রহমান, সমাজসেবক দেওয়ান এমদাদ রেজা চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল আবেদীন, সাংবাদিক বিজন সেন রায়, জেলা সিপিবির সাধারণ সম্পাদক রহমান মিজান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি রুহুল তুহিন, প্রমুখ।
ইত্তেফাকের জেলা প্রতিনিধি বুরহান উদ্দিনের সভাপতিত্বে আলোচনা পর্ব পরিচালনা করেন সাংবাদিক মাসুম হেলাল।
আলোচনার পর কেক কেঁটে বর্ষপূর্তি উদযাপন করা হয়। পরে শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে অনুষ্ঠিত হয় র্যালী।